banglanewspaper

জাহিদ হাসান, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শহীদ শামসুল হক হল শাখা ছাত্রলীগ ইউনিটের নতুন পূর্ণাঙ্গ কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হলে ওই কর্মসূচি পালন করে হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এর আগে প্রভোস্টের কক্ষে নবগঠিত কমিটির এক পরিচিতি মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় নতুন কমিটির পক্ষ থেকে প্রভোস্টকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত কমিটির সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রলীগের শহীদ শামসুল হক হল ইউনিটের সভাপতি মো. সেন্টু রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আল মামুন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও নব গঠিত হল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 বাকৃবি