banglanewspaper

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বেলা ২টা পর্যন্ত। তবে অনেক দিন পর ডাকা এই হরতালে রাজধানীতে তেমন কোনো প্রভাব নেই। প্রতিদিনের মতো সকালেই ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী।

হরতালের সমর্থনে বাম দলগুলো সকালে পুরানা পল্টন এলাকায় মিছিল করেছে। সেখানে একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। এছাড়া শাহবাগেও বাম সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর অন্য কোথাও হরতালের সমর্থনে কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খোলাও রয়েছে। এছাড়া অফিসগামী যাত্রীদের ভিড়ও লক্ষ্য করা গেছে।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা এই হরতালে ‘নৈতিক সমর্থন’ জানিয়েছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিসহ বিভিন্ন দল। তবে হরতালের সমর্থনে এসব দলের কাউকে রাস্তায় নামতে দেখা যায়নি।

ট্যাগ: bdnewshour24 হরতাল