banglanewspaper

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ড শেষ হয়েছে শনিবার। তবে এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

তবে বাকি ছিলো সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে এটি। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। আর স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

প্রথম সেমিফাইনালে ৯ জুলাই ম্যানচেস্টারে নিউজিল্যান্ড ভারতের মোকাবেলা করবে।

দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই বার্মিংহামে অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।


ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই লন্ডনে।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে ভারত প্রথম, অস্ট্রেলিয়া দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয় এবং নিউজিল্যান্ড চতুর্থ অবস্থানে থেকে লিগ পর্যায় শেষ করেছে। সাউথ আফ্রিকা সপ্তম অবস্থানে উঠে আসায় বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। এছাড়া পাকিস্তান পঞ্চম, ওয়েস্ট ইন্ডিজ নবম এবং সবশেষে আফগানিস্তান রয়েছে।

ট্যাগ: bdnewshour24 বিশ্বকাপ