banglanewspaper

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে জায়গা করে দিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের সৌভাগ্যের দরজা খুলেছে।

আজ এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে হ্যান্ডসকম্বের খেলা প্রায় নিশ্চিত। আর এর মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ২৮ বছর বয়সী এই অজি ক্রিকেটারের।

এই তথ্য নিশ্চিত করে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ইনজুরি আক্রন্ত শন মার্শের স্থানে দলে অন্তর্ভুক্ত হয়েছিলো হ্যান্ডসকম্ব। হ্যামস্ট্রিং সমস্যার কারণে যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে উসমান খাজা। সে কারনেই ব্যাটিং লাইন-আপ শক্তিশালী করতেই হ্যান্ডসকম্বকে ডাকা হয়েছে।
 

ট্যাগ: bdnewshour24 বিশ্বকাপ