banglanewspaper

ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ দর্শকদের কাছে ভালোই পরিচিত। কিন্তু এখনও সুযোগ হয়নি টেস্ট বিশ্বকাপ উপভোগ করার। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার সেই সুযোগটাও এনে দিচ্ছে। মূলত, টেস্ট ক্রিকেটের প্রতি দর্শক-সমর্থকদের আকর্ষণ ধরে রাখতেই এমন আয়োজন করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় ইংল্যান্ডে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে টেস্ট বিশ্বকাপ। 

কিন্তু কিভাবে কোন পদ্ধতিতে হবে সাদা পোশাকের এই বৈশ্বিক লড়াই? প্রশ্নটা দর্শকদের মনে উঁকি দিতেই পারে। 

উত্তরটা হচ্ছে, দীর্ঘ ২১ মাসে শেষ হবে এই টুর্নামেন্ট। ২০১৯-এর ১ আগস্ট থেকে ২০২১-এর ৩০ এপ্রিল পর্যন্ত হওয়া সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ হয়ে উঠবে এই বিশ্বকাপের অঙ্গ। টেস্ট ক্রিকেটে রাঙ্কিংয়ের প্রথম ৯টি দেশকে নিয়ে চলবে এই বিশ্বকাপ।

বছরব্যাপি চলা এই জার্নিতে প্রতিটি দেশ খেলবে ৬টি করে দ্বিপাক্ষিক সিরিজ। এক একটি সিরিজের পয়েন্ট হবে ১২০। ফলে প্রতিটি দেশের সুযোগ থাকবে ৭২০ পয়েন্ট তোলার। তবে ম্যাচ ড্র কিংবা পরিত্যাক্ত হওয়া এখানে পয়েন্টের হিসাবে বিচার্য থাকবে না। 

এর পর ২০২১ সালের ৩০ এপ্রিলের পর পয়েন্টের হিসাবে যে দুটি দল সবার উপরে থাকবে ওই বছরের জুনে হবে সেই দুই দলের ফাইনাল। সেটিই হবে ইংল্যান্ডের মাটিতে। ফাইনালে বিজয়ীরাই হবে ক্রিকেট দুনিয়ায় ইতিহাস সৃষ্টিকারী এখন টেস্ট বিশ্বকাপজয়ী।
 

ট্যাগ: bdnewshour24 টেস্ট