banglanewspaper

দুই নারীর একজন ভারত, অন্যজন পাকিস্তানের। বৃষ্টির মধ্যে একই ছাতার নিচে দুজনের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রে। আর ওই ছবিগুলো ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় নাগরিক অঞ্জলি চক্র ও পাকিস্তানের নাগরিক সান্দাস মালিক, দুজনই সমকামী ও বিবাহিত। গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের আলোকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করতেই তা ছড়িয়ে পড়ে।

ওই আলোকচিত্রগুলোতে দেখা যায়, বৃষ্টির মধ্যে একই ছাতার তলে অঞ্জলি ও সান্দাস দুজনই নিজেদের দেশের ঐতিহ্যগত পোশাক পরে আছেন ও হাসছেন।

ছবিগুলো টুইটারে শেয়ার করেছেন আলোকচিত্রী সারোয়ার। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের একটি ভালোবাসার গল্প’।

টুইটারে ওই ছবিগুলোতে এখন পর্যন্ত ৪৭ হাজার লাইক পড়েছে। আর তার নিচে বিভিন্ন মতামত দিচ্ছেন টুইটারবাসী। শুধু তাই নয়, টুইটার থেকে শেয়ার করা ছবিগুলো অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন অনেকে।

দুজন সমকামী ও ভিন্ন দেশের হওয়ায় এসব আলোকচিত্রের জন্য অনেকেই তাঁদের ভাসাচ্ছেন প্রশংসার সাগরে, আবার অনেকে করছেন সমালোচনাও। দুই নারীর এই ছবিগুলো অনেক মানুষ সমর্থন করলেও অনেকেই তা মানতে পারছেন না, দিচ্ছেন বিপক্ষে মতামত।

ট্যাগ: bdnewshour24 সমকামী