banglanewspaper

লক্ষ্মীপুরে দেড় বছরের এক শিশু অপহৃত হয়েছে। রোববার (৪ আগস্ট) সদর উপজেলার লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর চাচাকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানায়, প্রতিদিনের মতো ছেলে মিনহাজকে নিয়ে মা-বাবা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে মা ঘুম থেকে জেগে দেখতে পান ছেলে পাশে নেই।

পরে গতকাল সকালে মা কহিনুর বেগমের মোবাইলে কল করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর চাচা মাহবুবকে আটক করেছে পুলিশ।

ট্যাগ: bdnewshour24 ঘুমন্ত মা-বাবা শিশু অপহরণ চাচা