banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ অক্টোবর।

সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে আগামী দুয়েক দিনের মাঝেই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়