banglanewspaper

ব‌রিশালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মা‌লেক ফকির নামে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত মালেক ফকির নগরীর কে‌ডি‌সি এলাকার এন্তাজ ফ‌কি‌রের ছে‌লে। বৃহস্পতিবার ভোরে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, `ভোরে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক কারবা‌রিদের গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মালেক মারা যান। নিহতের লাশ ময়নাতদে‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।'

ট্যাগ: bdnewshour24 বরিশাল বন্দুকযুদ্ধ