banglanewspaper

এম, লুৎফর রহমান, নরসিংদী: নরসিংদী মাধবদী থানার টাটাপাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে  চিহ্নিত  ইয়াবাহা সম্রাট মাসুম ও তার স্ত্রী প্রীতি আক্তারকে ১০৬৭ পিছ ইয়াবাসহ শুক্রবার দিবাগত রাত দেড়টায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মাদক ব্যাবসায়ী মাসুম টাটাপাড়া এলাকার মৃত আঃ লতিফের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার পিপিএম (বার) জনায়,নরসিংদী জেলায়  বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবাহা সম্রাট মাসুম এর নিকট ইয়াবাহার একটি বড় চালান আসবে। এসময় মাধবদী থানার টাটাপাড়া এলাকায় অভিযান চালাই এবং ইয়াবাহা ট্যাবলেট বেচা কিনার সময় মাসুম ও তার স্ত্রী প্রীতি আক্তারকে গ্রেফতার করি এবং তাদের হেফাজতে থাকা ১০৬৭ পিছ ইয়াবাহা ট্যাবলেট উদ্ধার করি।

মাসুম ও তার স্ত্রী প্রীতি আক্তার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকার কেউ ভয়ে কথা বলতে সাহস পায় নাই। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ: bdnewshour24 মাধবদী ইয়াবা সম্রাট