banglanewspaper

কাতার বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় তাজিকিস্তানের দুশানবেতে ম্যাচটি শুরু হবে।

জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দুশানবেতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। একটি আজ এফসি কুকটশের বিরুদ্ধে এবং অপরটি আগামী  বৃহস্পতিবার সিএসকেএ পামির।

আরো জানা গেছে, এই পর্বের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও কাতার। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট আটটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

ট্যাগ: bdnewshour24 বিশ্বকাপ