banglanewspaper

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, নিহত দুজন ইয়াবা কারবারি ছিলেন।

আজ সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউনুছ (২১) ও মোহাম্মদ জামাল (২৭)। তাঁরা দুজনই মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের ভাষ্যমতে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া নাফ নদসংলগ্ন এলাকায় ইয়াবার বড় চালানসহ একদল সশস্ত্র ইয়াবা কারবারির অবস্থানের খবর পায় বিজিবি।

আজ ভোরে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকা ঘেরাও করে। এ সময় ঘটনাস্থলে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানায় বিজিবি। এতে সাড়া না দিয়ে বিজিবির ওপর গুলিবর্ষণ করে ইয়াবা কারবারিরা। এ সময় বিজিবিও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

দুই পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলি হয়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবি অধিনায়ক দাবি করেন, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশীয় বন্দুক, তিনটি কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করছেন তিনি।

লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফয়সল হাসান।

ট্যাগ: bdnewshour24 বিজিবি