banglanewspaper

পরিচালক রায়হান রাফির তারকা বহুল ‘স্বপ্নবাজি’ সিনেমা ছাড়লেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী। পরিচালকের সঙ্গে সমঝোতায় তিনি সিনেমাটি করছেন না বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

‘স্বপ্নবাজি’ সিনেমাটি না করার ব্যাপারে ঐশী বলেন, ‘চুক্তিবদ্ধ না হলেও সিনেমাটিতে কাজ করার ব্যাপারে চূড়ান্ত ছিলাম আমি। সিনেমাটির বেশকিছু ফটোশুটেও অংশ নিয়েছি। কিন্তু সিনেমাটির গল্পে পোশাক ও ধূমপানের কিছু ব্যাপার আছে। যেগুলোর জন্য আমি এখনো প্রস্তুত নই। সে কারণে সিনেমাটি আমার পক্ষে করা হচ্ছে না। পরিচালককে আমি সে কথা জানিয়েছি।’

ঐশীর সিনেমাটি না করার ব্যাপারটিও নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, ‘আমার সিনেমার গল্পের প্রয়োজনে ধূমপান ও পোশাকের কিছু ব্যাপার রাখা হয়েছে। এই মুহূর্তে সিনেমার গল্প তো আর পরিবর্তন সম্ভব নয়। তাই ঐশীর আপত্তিতে সে ‘স্বপ্নবাজি’তে থাকছে না।’

ফ্যাশন ইন্ডাস্ট্রির গল্পে নির্মিত হচ্ছে ‘স্বপ্নবাজি’। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহী ও প্রিয়া জান্নাতুল। সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা করছে পি এইচ এন্টারটেইনমেন্ট।  

ট্যাগ: bdnewshour24 ধূমপান