banglanewspaper

গতকাল বুধবার সন্ধ্যার পর নেটিজেন পাড়ায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। কারণ বাংলাদেশ ফুটবল টিমের দুই সদস্যের ফেসেবুক পেজ উধাও। বেঙ্গল টাইগার্সদের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাদ উদ্দিন নিজেদের অফিসিয়াল পেইজে লগইন করতে পারছিলেন না।

প্রথমে ধারণা করা হয় বাংলাদেশ-ভারত ম্যাচটি ড্র হওয়ায় ক্ষুদ্ধ ভারতীয় সমর্থকরা রিপোর্ট করে অ্যাকাউন্ট দু’টি ডিজেবল করে দিয়েছে।

কিন্তু মূল ঘটনা ছিল ভিন্ন। নিজেদের পেজে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটির ভিডিও আপলোড করেন জামাল ও সাদ। আর সেই ভিডিওটির কপিরাইট ধরেছে ম্যাচটির ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টস নেটওয়ার্ক। সে কারণেই মূলত ডিজেবল করে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট দু’টি।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মাটিতে ১-১ গোরে ড্র নিয়ে বাড়ি ফেরে বাংলাদেশ।

ট্যাগ: bdnewshour24 ফেসবুকম বাংলাদেশ ভারত