banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

.......................................

সূর্য যখন গেলো চলে, 

কোথায় যে পায় আলো?

হঠাৎ গগনের রুপোলী থালা,

আলোয় ভুবন ভরিয়ে দিলো।

 

রুপোলী থালার রূপের ঝলকে, 

চেয়ে থাকি দিগন্তে পলকে! 

মুগ্ধ নয়নে ভাবি দেখে মনে, 

কি মন্ত্র পাঠে,পায়লো তারে গগনে?

 

যতই দেখি আকাশ পানে , 

ভালোবাসা জাগে মনে,

ইচ্ছে জাগে তারা হয়ে,

 বসেরই তার পানে।

 

নীল আকাশে সাদা টিপ, 

সাজালো তারে কে?

এসো নাকো জলদ আজ, 

ছিনিয়ে নিতে তাকে!

 

সে যখন গগনে আসে,

তারাদের মেলা বসে।

চাদঁ তারার মিলনে, 

পৃথিবীতে প্রশান্তি আসে।

 

রূপোর  আলোয় ভুবনে, 

শান্তির নিদ্রা নেমে আসে।

জেগে থেকে আকাশের বুকে,

সে যেনো নিজে হাসে।

 

নিশিরাত,গগনের বাঁকা চাঁদ;

দুঃখ গুছাতে বেঁধেছো ফাঁদ?

বুকের মাঝে হাজারো বিস্বাদ,

তোমায় দেখে জাগে বাঁচার সাধ!

ট্যাগ: bdnewshour24সৈয়দা কুমকুম খায়ের