banglanewspaper

ইউনুছ ইবনে জয়নাল

....................................

‌হেম‌ন্তেরই আওয়াজ ভা‌সে

  শী‌তের ঝ‌রোকায়।

মা‌ঠের বু‌কে ছ‌ড়ি‌য়ে ফসল

   কে ডা‌কে আয় আয়।

 

আয়‌গো কৃষাণ; আয়‌গো চাষী

     আয়‌গো তোরা ছু‌টে,

‌সোনার ফস‌লে মুক্ত বীজ‌নে মন মাতা‌নো

        ক'জনার ভা‌গ্যে জু‌টে?

 

‌দেখ না এবার কুড়ানীও এ‌সে‌ছে মা‌ঠে

     নবান্ন পাল‌নের আশায়

    তোরাও ছু‌টে আয়‌গো যুবা 

বাতায়‌নে যারা ঘু‌মি‌য়ে‌ছি‌লি বর্ষায়।

 

‌তোরাই দে‌শের রত্ন মা‌নিক; তোরাই সুভদ্রতা 

‌তো‌দের জ‌য়ে হাস‌বে সবাই; ঘুঁচ‌বে দা‌রিদ্রতা। 

 

নবা‌ন্নের দে‌শে নির‌ন্নের মু‌খে

তোরাই যোগাবী অন্ন,

 প‌রের দ্বা‌রে পাত‌বো না হাত

     দে‌শের মর্যাদা হ‌বে না ক্ষুন্ন।

 

‌তোরাই  সবার স্বপ্ন আশা

   তোরা কত ভালো,

‌হেম‌ন্তের পর‌শে তো‌দের আঘা‌তে 

   সবার ঘ‌রে জ্বল‌বে সু‌খের আ‌লো।

ট্যাগ: bdnewshour24 হেম‌ন্ত