banglanewspaper

কার মতো বোলিং অ্যাকশন? জ্যাসপ্রীত বুমরাহর মতো? নাকি হরভজন সিংয়ের মতো? এক কিশোরীর বোলিং অ্যাকশন দেখে দ্বন্দ্বে পড়েছে নেটদুনিয়া। মেয়েটির বোলিং অ্যাকশন চোখ ধাঁধানো।

সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া এই মেয়ের বোলিং অ্যাকশনের একটি ভিডিও শেয়ার করেছেন। তারপর থেকেই দ্বন্দ্বে পড়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কেউ বলছেন, কোনও সন্দেহ নেই, মেয়েটির বোলিং অ্যাকশন পুরো ভাজ্জির মতো। আরেকদল বলছে, বুমরাহর অ্যাকশনের সঙ্গে হুবহু মিল রয়েছে মেয়েটির বোলিং স্টাইল-এর। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনা এই নিয়ে।

আকাশ চোপড়া সেই মেয়ের বোলিং অ্যাকশন-এর স্লো মোশন ভিডিও শেয়ার করেছেন। মেয়েটির অবশ্য পরিচয় জানা যায়নি। হরভজন সিংকে ট্যাগ করেছেন আকাশ চোপড়া।

টুইটারে তিনি লিখেছেন, ‘মেয়েটি মনে হচ্ছে তোমার বোলিং অ্যাকশনে অনুপ্রাণিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের অনেক কমবয়সী স্পিনারের কাছে তুমি এভাবেই আইডল হয়ে আছো!’

আকাশ চোপড়ার কথায় অনেকেই সহমত পোষণ করেছেন। অনেকে আবার বলেছেন, মেয়েটির বোলিং অ্যাকশন হরভজনের মতো নয়। জ্যাসপ্রীত বুমরাহর মতো। কেউ কেউ আবার বলেছেন, মেয়েটি একইসঙ্গে ভাজ্জি ও বুমরাহ, দুজনেরই বোলিং অ্যাকশন নকল করতে পারে।

ট্যাগ: bdnewshour24 ভিডিও