banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের নড়াগাতি থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) নড়াগাতি বাজারের পাশে কাচারিবাড়ি মাঠ চত্বরে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

নড়াগাতি থানা আ’লীগের সহসভাপতি মুন্সি জহুরুল হক জঙ্গুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। 

এদিকে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা প্রমুখ। সম্মেলন স ালনা করেন জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল। 

বক্তারা বলেন, প্রকৃত ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আ’লীগে অনুপ্রবেশকারী, মাদক ও ক্যাসিনো কারবারিসহ দুর্নীতিবাজদের সম্মিলিত ভাবে রুখতে হবে।  

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সর্বশেষ নড়াগাতি থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মফিজুল হককে সভাপতি এবং খান শামীম রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। তবে সাধারণ সম্পাদক খান শামীম রহমান ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাকে (শামীম) দল থেকে বহিষ্কার করা হয়। তখন দলের যুগ্মসাধারণ সম্পাদক এস এম খাজা নাজিম উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 

শনিবার সন্ধ্যায় নড়াগাতি থানা আ’লীগের নতুন সভাপতি হয়েছেন-এস এম খাজা নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্যা।

ট্যাগ: bdnewshour24 নড়াইল