banglanewspaper

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দলে দাবি করছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, রাত সাড়ে তিনটার দিকে ছোট কুমিরা এলাকায় র‍্যাবের টহল দলের সঙ্গে আন্তঃজেলা ডাকাতদলের বেশ কিছু সমস্যের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল অস্ত্র উদ্ধার করা হয়।

ট্যাগ: bdnewshour24 সীতাকুণ্ড বন্দুকযুদ্ধ