banglanewspaper

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নিহাদ (৮) নামে আরেক শিশু মারা গেছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহাদের মামা আনিস মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিল নিহাদ। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল।

তার বাবার নাম শরু মিয়া। মায়ের নাম হালিমা বেগম। বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। বর্তমানে রূপনগরের শিয়ালবাড়ি ১২ নম্বর রোডে থাকত। ২ ভাই ও ২ বোনের মধ্যে নিহাদ সবার ছোট।

রূপনগরে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার বিকেল পৌনে চারটার দিকের এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬ শিশু নিহত হয়। আহত হয় আরও ১৬ জন, যাদের অধিকাংশই শিশু।

ট্যাগ: bdnewshour24 রূপনগর