banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ইসলামী ব্যাংকের ৩৪৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই শাখাটির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জোন প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নতুন এই শাখাটির শাখা প্রধান সেলিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা।

নতুন স্থাপিত এই ব্যাংকটি এই অঞ্চলের ব্যবসায়ী এবং কৃষিজীবী মানুষের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিরা রাখতে সহায়ক হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

ট্যাগ: bdnewshour24 মাগুরা ইসলামী ব্যাংক