banglanewspaper

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামে নামকরণ করা হয়েছিল হাতিটির। হিংস্র প্রকৃতির কারণে হাতিটিকে বন্দী করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল আসামের ওরাং জাতীয় উদ্যানে।

কিন্তু ৩৫ বছরের লাদেন নামের হাতিটি তার বন্দিদশা হয়তো পছন্দ করেনি। বন্দী হওয়ার ৬ দিনের মাথায় রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৫টায় লাদেনের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত করা হবে। আসামের গোয়ালপাড়ায় লাদেনের আক্রমণে গত অক্টোবর ৫ জনের মৃত্যু হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যানের এক ব্যক্তি বলেন, হাতিটি অস্বাভাবিক আচরণ করছিল। পরে তার পা বেঁধে রাখা হয় যাতে পালাতে না পারে।

তথ্য : সাউথ চায়না মর্নিং পোস্ট

ট্যাগ: bdnewshour24 বন্দী লাদেন