banglanewspaper

ঝিনাইদহের মহেশপুরের বাকেরখাল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাবুল ইসলাম খোকন (৪০) নামে এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুল ইসলাম খোকন যশোর জেলার চৌগাছা থানার গোপিনাথপুর গ্রামের বসিন্দা ছিল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রাতে মহেশপুর উপজেলার বাকেরখাল নামক স্থানে সিরামিক ফ্যাক্টরির সামনে খালিশপুর-জীবননগর সড়কে রাস্তায় গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে শাহাবুল ইসলাম খোকনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। নিহতের মরদেহ মহেশপুর থানায় রাখা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 পুলিশ