banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. ছানাউল ইসলাম  ও এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম এবং আত্রাই থানার পক্ষে ওসি মোসলেম উদ্দিন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পল্লীবিদ্যুৎ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি, আ’লীগ, বিএনপি, জাতীয় পাটি, বিভিন্ন বাজার বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক , সাংস্কৃতিক ও পেশাজীবী  সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সারে আট টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও ওসি মোসলেম উদ্দিনকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজের  ছালাম গ্রহন করেন ইউএনও মো. ছানাউল ইসলাম।

পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলামের  সভাপতিত্বে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ,স্মার্ট কার্ড বিতরণও আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সভাপতি  নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু ,আখতারুজ্জামান  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।

এছাড়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন মজার মজার খেলাসহ প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা, শিক্ষক  বনাম  সুধি বৃন্দের প্রীতি ফুটবল শেষে শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়য়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ: bdnewshour24 আত্রাই