banglanewspaper

কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিজয় দিবসে নড়াইলের লোহাগড়ায় গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টরস স্পেশালাইজড হসপিটাল।

এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দিন ব্যাপি প্রতিষ্ঠানটির পক্ষে একজন এমবিবিএস ডাক্তার অত্র অঞ্চলের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

এছাড়া ওই দিন হসপিটাল কর্তৃপক্ষ ফ্রিতে রক্তের গ্রুপ নির্নয় করবেন বলেও প্রচার প্রচারণা চালিয়েছেন।

হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, সকল প্যাথলজি পরীক্ষায় ২৫% ছাড় দেওয়া হয়েছে সাধারণ রোগীদের। এই সেবাটি ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া যে কেউ ১হাজার ৩০০ টাকায় ফুল বডি চেকআপ করাতে পারবেন যা চলমান থাকবে বিজয়ের মাসের শেষ দিন পর্যন্ত।

এ দিকে ডক্টরস স্পেশালাইজড হসপিটালের এ ধরনের আয়োজন চিকিৎসা সেবায় যুগান্তকারী ভুমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।

ট্যাগ: bdnewshour24 লোহাগড়া