banglanewspaper

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও শিশু সদনের এতিম, গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

এ সময় এতিমখানা প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কম্বলপ্রাপ্ত শিক্ষার্থী নাইম মাহমুদ জানায়, আমরা এই তীব্র শীতে কাতর হয়ে পরছিলাম। আমাদের ইউএনও স্যার আমাদের কম্বল দেওয়াতে আমরা খুব উপকৃত হলাম। আত্রাই উপজেলা পরিষদের পক্ষ থেকে এ জনপদের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে ইউএনও ছানাউল ইসলাম গতকাল এ এতিমখানার শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেন।
 

ট্যাগ: bdnewshour24 আত্রাই