banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু আজ ১লা জানুয়ারি থেকে। গত ৩০শে ডিসেম্বর একটি নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নোটিশে জানানো হয়েছে, আজ ১লা জানুয়ারি (বুধবার) থেকে আগামী ১৪ই জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত মোট ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস ছুটি হবে আগামী ৫ই জানুয়ারি (রবিবার) এবং অফিসের ছুটি শেষ হবে আগামী ৯ই জানুয়ারি (বৃহস্পতিবার), অফিস ছুটি থাকবে মোট ৫ দিন।

তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের ছুটিতে রয়েছে ব্যতিক্রম। প্রতিবছর ডিসেম্বরের শেষ নাগাদ শীতকালীন ছুটি দেওয়া হয় এবং ১লা জানুয়ারি নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে ছুটি দেওয়া হয়েছে ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে। অনেকেই মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় যথাসময়ে বন্ধ দেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডিসপ্যাচ শাখা ও নিরাপত্তাসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়