banglanewspaper

বশেফমুবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ.এইচ.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, 'আমাদের বিজয় অর্জিত হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে। কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে ১০ জানুয়ারি ১৯৭২ সালে যখন বাঙ্গালী জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে প্রত্যাবর্তন করে। এ বিজয় বাঙ্গালী জাতির বিজয়, সাড়ে সাত কোটি বাঙ্গালীর বিজয়, বাঙ্গালী জাতির মহান নেতার বিজয়। আমার মাঝে মাঝে ভাবতে ভাল লাগে এই ভেবে যে, সেই মুহূর্তে বঙ্গবন্ধুর অনুভূতি কেমন ছিল! ৭ মার্চ একটি মাত্র ভাষণ আর তার বদৌলতে একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন দেশ।'

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা গর্বিত যে তোমরা এমন এক মহান নেতার দেশে জন্ম গ্রহণ করেছো। এই মহান নেতার আদর্শ এবং নীতি তোমাদের বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।"

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিয়সি নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সাথে নিয়ে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের প্রফেসর রফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

ট্যাগ: bdnewshour24 বশেফমুবিপ্রবি