banglanewspaper

বেশ কিছুদিন ধরে জেএনইউ কাণ্ড ও দীপিকার পদক্ষেপ নিয়ে সমর্থন ও বিরোধিতার নানান চিত্র উঠে এসেছে। এরমধ্যে দীপিকা পাড়ুকোনের ছবি ছাপাক মুক্তি পেয়েছে।তাই দীপিকা তার ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে। সেই সাথে আলোচনায় রয়েছে তার সংসারের খবর।

নিজের বিবাহিত জীবন সম্পর্কে দীপিকা পাড়ুকোন বেশ কিছু গোপন তথ্য জানিয়েছেন। বিয়ের পর জীবনের পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন করা হলে দীপিকা বলেছেন তার জীবনে কিছুই পরিবর্তিত হয়নি। কেননা তার শ্বশুরবাড়িতে তিনি বউ নন বাড়ির মেয়েই হয়ে থাকেন। 

বিয়ের আগে বিয়ে সংক্রান্ত নানান সমস্যা শ্বশুরবাড়ির অত্যাচার শুনতেন ভাবতেনও। তিনি বেশ ভাগ্যবতী যে তার ক্ষেত্রে এমনটা ঘটেনি। দীপিকা জানালেন, শ্বশুরবাড়ির এত সমর্থন আমি পাই যে আমার বাবা-মা আমাকে নিয়ে চিন্তা করেননা কখনই। 

এদিকে তার শ্বশুর বলেন, কেমন মেয়ে তুমি? যে কাজের মধ্যে ব্যস্ত থাক বলে বাবার সঙ্গে দেখা করতে পারো না। তখন দীপিকা হেসে বলেন তার শ্বশুরের বকাঝকা বাবার মতই লাগে।

দীপিকা জানিয়েছেন তার শ্বশুর তাকে শাসন করেন ও ভালোবাসেন ঠিক তেমনই ভাবে, যেভাবে ভাবে শাসন করেন ও ভালোবাসেন রণবীরের বোন ঋতিকাকে। 

ট্যাগ: bdnewshour24 দীপিকা