banglanewspaper

সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় বাসের চাপায় শিপন কর্মকার নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত শিপন কর্মকার বাঁশখালীর চাম্বল ইউনিয়নের কর্মকার পাড়ার নেপাল কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, শরাফত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ফিলিং স্টেশনের সামনে ওই পথচারীকে দ্রুতগামী একটি বাস চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ: bdnewshour24 বাস দুর্ঘটনা পথচারী নিহত