banglanewspaper

৫২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করেছেন হলিউডের বেওয়াচ খ্যাত অভিনেত্রী পামেলা আন্ডারসন। ব্যাটম্যান ছবির প্রযোজক ৭৪ বছর বয়সি জন পিটারসকে বিয়ে করেছেন তিনি। গত সোমবার মালিবুতে বিয়ে হয় দু’জনের।

৫২ বছরের পামেলা ও ৭৪ বছরের জন যখন প্রথম ডেটে গিয়েছিলেন, তা আজ থেকে ৩০ বছর আগে। প্রথমবার দেখা করার তিন দশক পর বিয়ে করলেন তারা। এর আগে পামেলার সঙ্গে যাদের বিয়ে হয়েছিল তারা হলেন টমি লি, কিড রক এবং রিক সলোমন। এদের মধ্যে রককে দু’বার বিয়ে করেন এই অভিনেত্রী।

জনও এর আগে বিয়ে করেছেন। অ্যান ওয়ারেন ও ক্রিস্টিন ফোরসিথ-পিটার্সকে বিয়ে করার পাশাপাশি বার্বারা স্টেইস্যান্ডকে তিনি বহু বছর ধরে ডেট করছেন।

পামেলা এর আগে ফরাসি ফুটবলার আদলি রামির প্রেমে পড়েন। কিন্তু গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়। পামেলার অভিযোগ ছিল, রামি একসঙ্গে দু’টি সম্পর্কে জড়িয়েছেন।

বিয়ের পর পামেলার বিষয়ে জন বলেন, সর্বত্রই সুন্দরী মেয়ে রয়েছে। কিন্তু আমি গত ৩৫ বছর ধরে কেবল পামেলাকেই চেয়েছি।

ট্যাগ: bdnewshour24 হলিউড অভিনেত্রী