banglanewspaper

সর্বকালের সেরা বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ৪১ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন।

ক্যালিফোর্নিয়ার কাছে স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। 

লস এঞ্জেলস টাইমসের মতে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরাও তাৎক্ষণিক সেখানে পৌঁছাতে পারেননি। হেলিকপ্টারে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে কোবির ১৩ বছরের মেয়ে গায়ানাও আছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের টমি ইমব্রেন্ডা জানান, 'মালিবো এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে বলে সকাল ১০টার দিকে আমাদের জানানো হয়। পর্বতে বাইসাইকেল চালাতে আসা কিছু লোকের প্রথমে নজরে আসে এটি। তারা দুর্ঘটনাস্থলে নেমে আসেন। এরপর দেখেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।'

কোবি ব্রায়ান্ট তার ৪১ বছর বয়সের মধ্যে ২০ বছর লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে শীর্ষ পর্যায়ে বাস্কেটবল খেলেছেন। ক্যারিয়ারে তিনি পাঁচটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সেরা খেলোয়াড় হয়েছেন ১৮ বার। ২০১৬ সালে তিনি বাস্কেটবল থেকে অবসর নেন।

ট্যাগ: bdnewshour24 বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট মৃত্যু