banglanewspaper

ভিয়েতনামে বাইক চালাতে চালাতে গোসল করেছেন দুই ব্যক্তি। তবে মজা করে এমন কাজ করলেও এখন গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।

কেউ একজন তাদের এমন গোসলের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

ভিডিওতে দেখা গেছে, বেন ইউন প্রদেশের এক রাস্তায় হুন তান কান (২৩) ও আরেকজন শুধু হাফ প্যান্ট পরে বাইকে ছুটে চলেছেন। তাদের দুজনের মাঝখানে পানির বালতি। দুজনই মাথায় শ্যাম্পু করে পানি ঢেলে গোসল করছিলেন চলন্ত বাইকে বসে। পেছনে বসা ব্যক্তি নিজে গোসল করছিলেন। সামনের জনের গায়েও পানি ঢেলে দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে সবাই সমালোচনামুখর হয়ে ওঠে। বিষয়টি পুলিশের নজরে আসে। বাইকের নম্বরপ্লেট থেকে পুলিশ তাদের দুজনকে খুঁজে বের করে। হেলমেট ছাড়া বাইক চালানো ও বাইকে চড়ার দায়ে তাদের জরিমানা করা হয়। ।

ট্যাগ: bdnewshour24 বাইক চালাতে গোসল