banglanewspaper

ভারতের কোলকাতায় দু’মাস বয়সী মেয়েকে হত্যার পর লাশ ম্যানহোলে ফেলে দেওয়ার অভিযোগে সন্ধ্যা মালো নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে শিশুকন্যা চুরি হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। সেই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক তথ্য পেয়েছিল পুলিশ। সেই সূত্র ধরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সময়ে রাতে আসল ঘটনা জানা যায়। পরে ওই নারীর তথ্যমতে ম্যানহোল থেকে উদ্ধার করা হয় শিশুর লাশ। 

পুলিশ জানায়, এ দিন সন্তানসহ ওই নারী এবং এক গৃহকর্মী বাড়িতেই ছিলেন। দুপুরে গৃহকর্মী ছাদে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ওই নারীর শ্বশুর এসে দেখেন, পুত্রবধূ আচ্ছন্ন অবস্থায় পড়ে আছেন। ঘরে শিশু নেই। সে সময়ে গৃহকর্মী এসে চিৎকার করতে শুরু করেন। 

সন্ধ্যা প্রথমে দাবি করেছিলেন, গৃহকর্মী ছাদে যাওয়ার পরে বাড়ির কলিং বেল বেজেছিল। বাইরে থেকে আসা এক যুবক জানিয়েছিল, গৃহকর্মী ছাদের দরজার চাবি চাইছেন। তিনি দরজা খুলতেই ওই যুবক তাকে ধাক্কা মেরে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আসল ঘটনা খুলে বলেন সন্ধ্যা।

ট্যাগ: bdnewshour24 ভারত মেয়ে হত্যা লাশ