banglanewspaper

আগামী বছর পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতে এবারের মেলার সময় আরও দুই দিন বেড়ে আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে জানান।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠ প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী বছর মেলাটি পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। সেখানে মেলার বরাদ্দকৃত স্থানের নিজস্ব কমপ্লেক্সে মেলা অনুষ্ঠিত হবে। সেখানে লোকজন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সেখানে আন্তর্জাতিক মানের সেন্টার রয়েছে। সেখানেই মেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবার মেলার চিত্রিটা পাল্টে গেছে। চলাচলের সুবিধা বেশি ছিল। সবমলিয়ে এবার সুন্দর মেলা উপহার দিয়েছে সংশ্লিষ্টরা। ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতে মেলার সময় বাড়ান বাণিজ্যমন্ত্রী।

এফবিসিসিআইয়ের সহ সভাপতি সিদ্দিকুর রহমান তার বক্তব্যে মেলার সময় বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, এফবিসিসিআইয়ের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন প্রমুখ।

ট্যাগ: bdnewshour24 বাণিজ্যমেলা