banglanewspaper

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ১৫ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালমান-জাকির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৯ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির।

ট্যাগ: bdnewshour24 টেকনাফ