banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। নাটোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার বিকেলে এ শোভাযাত্রা বের করা হয়।

নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালীতে অংশ নেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহরিয়াজ, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন বয়সের ক্রীয়ামোদি ব্যক্তিবর্গ।

এছাড়া অন্য উপজেলা গুলোতেও আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

ট্যাগ: bdnewshour24 নাটোর