banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ওয়ালটন শো-রুম হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর কর্মকর্তা ও কর্মচারীর পারফর্মেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাণীনগর বাজারে হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ২০১৯ সালের পারফর্মেন্সে প্রথম স্থান পেয়েছেন মো: নাহিদ হোসেন, দ্বিতীয় স্থান পেয়েছেন মো: মিন্টু সরদার সনি ও তৃতীয় স্থান পেয়েছেন খন্দকার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের পাবনা জোনের ডিস্ট্রিবিউটর এবং রাণীনগর উপজেলার রাণীনগর বাজারের হাজী টেলিকম ও ইলেকট্রনিক্স এর প্রোপাইটার আমিনুল ইসলাম চঞ্চল পারফর্মেন্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় ওয়ালটন শো-রুম হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর