banglanewspaper

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সরসপুর এলাকায় ট্রাক চাপায় হাসিবুর খান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসিবুর কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের নাজির খানের ছেলে এবং যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাসিবুর পহরডাঙ্গা থেকে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে সরসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্টো- ট-১১-২০১১ ) তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় হাসিবুরকে ঢাকায় পাঠানো হয়। 

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

ট্যাগ: bdnewshour24 নড়াইল ট্রাকচাপা স্কুলছাত্র নিহত