banglanewspaper

থানায় গিয়ে নিজের নিখোঁজ হওয়ার খবর দিলেন চিকো নামের এক কুকুর।এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যে।

টেক্সাসের ওডেসসা কাউন্টির পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঠিকানা হারিয়ে ফেলার পর চিকো নামের কুকুরটি থানার আশেপাশে ঘুরতে থাকে। একসময় থানার হেল্প ডেস্কে এসে পা তুলে দাঁড়িয়ে থাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের দেয়া পোস্টের মাধ্যমে চিকোকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এই বিষয়ে পুলিশ সার্জেইন্ট রাস্টি মার্টিন বলেন, কুকুরটিকে দেখে আমরা অনেক আনন্দিত ছিলাম। সবাই কুকুরটিকে পছন্দ করে।

এদিকে কুকুরটিকে বেশ মনে ধরেছে ওডেসসা কাউন্টি পুলিশের। আর তাই তাদের পক্ষ থেকে জানিয়েছে দেয়া হয়েছে, চিকো যে কোন সময় আসলে পুলিশের পক্ষ থেকে স্বাগত জানানো হবে।

ট্যাগ: bdnewshour24 থানা নিখোঁজ কুকুর