banglanewspaper

খান মোঃ আসাদ উল্লাহ, ববি প্রতিনিধি: প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রোগ্রামিং দক্ষতার ভিত্তিতে দেশের ১১৯টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান নিয়ে  SYNAPSE পরিচালিত জরিপে জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ২০তম স্থান করে নিয়েছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপিঠ নামে খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) SYNAPSE এ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় অবস্থান ২০তম হিসেবে ঘোষণা দেন। প্রকাশিত র্যাংকিংয়ে এবারও প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)।

অন্যদিকে এবারে একধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), পঞ্চম অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

ট্যাগ: bdnewshour24 বরিশাল বিশ্ববিদ্যালয়