
করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিদিনই করোনা নিয়ে নতুন নতুন উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্যাংক নোটের মাধ্যমে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগাযোগহীন প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার রাতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, সংক্রামক করোনাভাইরাসকে ব্যাংক নোটকে কয়েকদিন পর্যন্ত বহন করতে পারে। একারণে করোনা রুখতে যোগাযোগহীন লেনদেনে জোর দিতে হবে। এবং তা সম্ভব না হলে নগদ লেনদেনের পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। খবর টেলিগ্রাফের। [ads]
গত মাসে চীন ও দক্ষিণ কোরিয়া ব্যাংক নোটকে ভাইরাসমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। করোনা ছড়িয়ে পড়া রুখতে তারা এই কাজ করছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে, আলট্রাভায়োলেট লাইট বা উচ্চ তাপমাত্রা ব্যবহারের মাধ্যমে ব্যাংক নোটগুলি জীবাণুমুক্ত করা হচ্ছে। এবং পুনরায় নগদ এসব টাকা ব্যবহারের পূর্বে ১৪ দিন সিল করে সংরক্ষণ করা হচ্ছে। তবে এমন কোনো পদ্ধতি গ্রহণের পরিকল্পনা নেই বলে যুক্তরাজ্যের একটি ব্যাংক জানিয়েছে।
যুক্তরাজ্যের ওই ব্যাংকটির মুখপাত্র বলেন, যেকোনো দেশের মতো নগদ অর্থের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে পলিমার নোট এক্ষেত্রে কার্ড ও হাতলের মতই কাজ করে। [ads]
মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ৩২০২ জন এবং আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
ট্যাগ: bdnewshour24 করোনাভাইরাস
আন্তর্জাতিক
চতুর্থ সংসারও টিকছে না বিশ্বের ‘সবচেয়ে সুখী’ দাবি করা মারডকের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক। আর আবেদন মঞ্জুর করলে এটি হবে ৯১ বছর বয়সী মারডকের চতুর্থ বিবাহ বিচ্ছেদ।
এই বিচ্ছেদ মারডকের পরিবারের কাছে অনেকটা আশ্চর্যজনক হিসেবে এসেছে। ২০১৬ সালে সুপার মডেল জেরিকে বিয়ের করার পর মারডক বলেছিলেন, নতুন স্ত্রীকে আরও বেশি সময় দিতে চান তিনি। খবর দ্যা গার্ডিয়ান।
মার্কিন এ গণমাধ্যম জানিয়েছে, মারডক এবং জেরি হল ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের আগে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, মারডক এবং জেরির সম্পর্ক বেশ মিষ্টি। তারা বিয়ের আগে থেকেই বিবাহিত দম্পতির মতো আচরণ করতো। বিয়ের দিন মারডক টুইট করে লেখেন, আগামী ১০ দিন কোনো টুইট করছি না। মনে হচ্ছে আমি বিশ্বের সবথেকে সুখী ও ভাগ্যবান মানুষ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেবেন বলেও জানান তিনি।
এর আগে ১৯৬৫ সালে রুপার্ট মারডক অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন। সেই সংসার টিকেছিল মাত্র দুই বছর। পরে স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানকে ১৯৬৭ সালে বিয়ে করেন মারডক। সেটিও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। একই বছর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মারডক। আর সেই বিয়েও টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৯ সালে এই দম্পতি ১৩৮ লাখ ডলার ব্যয় করে লন্ডনের কাছে একটি বাড়ি কেনেন। নিউ ইয়র্কে গত বছর দুজনে একসঙ্গে মারডকের ৯০তম জন্মদিন উদযাপন করেন।
আন্তর্জাতিক
সৌদিতে বিদেশি স্ত্রী নিয়ে বসবাসের জন্য যে নিয়ম চালু

সৌদি আরবে বসবাসরত কারও যদি অন্য ধর্মের এবং বিদেশি স্ত্রী থাকে, তাহলে তাকে সৌদিতে বসবাসের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে।
শনিবার (২ জুলাই) সৌদি আরবের একটি স্থানীয় সংবাদপত্রের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, যদি একজন প্রবাসী পরিবারের প্রধান তার স্ত্রী এবং নাবালক সন্তানকে তার ইকামাতে যুক্ত করতে চান, তাহলে স্ত্রী ভিন্ন ধর্মের অনুসারী হলে তার জন্য স্বাধীন ইকামা বাধ্যতামূলক। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ সৌদি রিয়াল।
কোনও বিদেশি দম্পতি যদি সৌদি আরবে বিয়ে করেন এবং স্বামী তাকে তার ইকামাতে যোগ করতে চান, তাহলে তাদের বিবাহ চুক্তির একটি অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট ফি প্রদান করার পরে তার স্পনসরশিপ প্রথমে তাকে স্থানান্তর করতে হবে বলেও জানানো হয়।
সূত্র : গালফ নিউজ
আন্তর্জাতিক
টুইটারকে শেষবার সতর্ক করল ভারত

টুইটারের সঙ্গে ভারত সরকারের ঝামেলা শেষই হচ্ছে না। দেশটির নতুন তথ্যপ্রযুক্তি আইন মানতে বারবার বলা হলেও টুইটার সেটা মানছে না। এবার শেষবারের মতো নোটিশ দিয়ে তাদেরকে সতর্ক করেছে মোদি সরকার।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, টুইটার ইন্ডিয়াকে ৪ জুলাইয়ের মধ্যে তথ্যপ্রযুক্তি নিয়ম মেনে চলার শেষ সুযোগ দিয়েছে ভারত সরকার। প্রতিষ্ঠানটিকে পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ৬ ও ৯ জুন পাঠানো নোটিশ মেনে চলতে ব্যর্থ হয়েছে টুইটার। ভারত সরকারের সব শর্ত মানতে হবে টুইটারকে। অন্যথায় ভারতে তারা অন্তর্বর্তীকালীন সুরক্ষা হারাবে। ফলে যাবতীয় পোস্টের জন্য দায় নিতে হবে টুইটারকেই।
ভারত সরকারের অভিযোগ, তথ্যপ্রযুক্তির আইনের একটি ধারায় কিছু বিষয়বস্তু প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেয়ার নোটিশগুলোতে কাজ করতে ব্যর্থ হয়েছে টুইটার। এমন অবস্থায় প্রতিষ্ঠানটি যদি তথ্য ও প্রযুক্তি আইন লঙ্ঘন করতে থাকে, তাহলে আইনের অধীনেই এর প্রতিক্রিয়া পাবে।
দেশটির তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, কোনো ব্যবহারকারী অপরাধমূলক কিংবা অবমাননাকর কোনো কিছু পোস্ট করলে তার দায়ভার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকেই নিতে হবে। সেটা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেকোনো প্রতিষ্ঠানই হতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
আন্তর্জাতিক
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড

আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী হয়েছেন ইয়ার ল্যাপিড। তার মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে কারণ তিনি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। শুক্রবার (১ জুলাই) টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে বিদায়ী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে ল্যাপিড বলেন, আমরা একটি ইহুদি, গণতান্ত্রিক রাষ্ট্র (গঠনে) এবং এর কল্যাণ, শক্তিশালী ও সমৃদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টা করব। কারণ এটিই আমাদের কাজ এবং এটি আমাদের সবার ঊর্ধ্বে।
প্রথম কার্যদিবসে ল্যাপিডের প্রথম এজেন্ডা হলো তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারের সঙ্গে বৈঠক করা।
এদিকে, নতুন প্রধানমন্ত্রী ল্যাপিডকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটারে তিনি বলেন, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডকে অভিনন্দন এবং বিকল্প (সদ্য বিদায়ী) প্রধানমন্ত্রী নাফতালি বেনেটেকে গত এক বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার জন্য ধন্যবাদ।
'আমি জুলাইয়ে আপনাদের উভয়ের সঙ্গে অটুট মার্কিন-ইসরায়েল অংশীদারিত্ব উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছি', যোগ করেন বাইডেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই প্যারিসে একটি সংক্ষিপ্ত সফর করার কথা রয়েছে ল্যাপিডের, যেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।
রোববার ল্যাপিড প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে। বেনেট বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে সরকারে থাকবেন। তিনি দেশটির ইরান নীতিনির্ধারণী দায়িত্বও পালন করবেন।
বুধবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেনেট।
সূত্র : এনডিটিভি
আন্তর্জাতিক
বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৭ লাখ, মৃত্যু ১৩২৬

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৪২৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৬ জনের।
বুধবার (২৯ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪০৬ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫৩ হাজার ৫৭৪ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১০৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪২৮ জন।
যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে ১১৭ জনের। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭১০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৮ জন এবং শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪৪৮ জনের। ইতালিতে আক্রান্ত ৮৩ হাজার ৫৫৫ জন এবং মৃত ৬৯ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৫৪১ জন এবং মৃত্যু ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ২৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। ব্রাজিলে মৃত ২৯৪ জন এবং আক্রান্ত ৭০ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৪ জন এবং আক্রান্ত ২৭ হাজার ৭৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় থাইল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৭৯ জন এবং ৮ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।