banglanewspaper

স্মার্ট টেকনোলজিস নিয়ে এসেছে এইচপি ব্র্যান্ডের ২৮৫ জি৩ মডেলের মাইক্রো-টাওয়ার বিজনেস পিসি। এটি কমপ্যাক্ট ডিজাইন ও আকারে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য। ব্যবহারের সুবিধার্থে পিসিতে আছে ৯ পিন সিরিয়াল পোর্ট।

পিসিটিতে এএমডি রাইজেন ৫ প্রো ২৪০০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৩ দশমিক ৬ গিগাহার্টজ ব্যাস ফ্রিকোয়েন্সি ও এএমডি বি৩৫০ মডেলের চিপসেট। আরও থাকছে ৮ জিবি ২৬৬৬ মেগাহার্টজের ডিডিআর-৪ র‍্যাম। এছাড়া অতিরিক্ত এম.টুস্লটসহ স্টোরেজে থাকছে ১ টেরাবাইট স্যাটা হার্ডডিস্ক। 

ডেস্কটপটির সঙ্গে ১৮ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লেসহ থাকছে ডিভিডি রি-রাইটার, এইচপি অপটিক্যাল মাউস ও কিবোর্ড এবং কম্বো জ্যাক, হেড-ফোন, মাইক্রোফোন, ইন্টারনাল স্পিকার, ইউএসবি ৩.১ পোর্ট ও এসডি কার্ড রিডার। এর দাম ৪৬ হাজার টাকা।

ট্যাগ: bdnewshour24 স্মার্ট