banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমাম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মো. ইসরাফিল আলম।

বুধবার (৪ মার্চ) রাণীনগর হাউজে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামা ও আলেম ওলামারা উপস্থিত ছিলেন। 

মত বিনিময় সভায় পার্শ্ববতি দেশ ভারতে ঘটে চলা ঘটনাকে কেন্দ্র করে রাণীনগর উপজেলায় যেন কোন ধরনের অশান্তি, বিশৃংখলা সৃষ্টি না হয় এবং মসজিদ ও মাদ্রাসায় উস্কানিমূলক বক্তব্য না দিয়ে সাম্প্রদায়িক-সম্প্রতীতি বজায় রাখতে ইমাম-ওলামাদের সাথে মত বিনিময় করেন এমপি ইসরাফিল আলম।

এছাড়া আগামী শুক্রবার সকল শহীদদের আত্মার মাগফেরাদ কামনা করে দোয়া ও ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে কোরআন ক্ষতম ও দোওয়ার মাহফিল করতে ইমাম, ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি। মত বিনিময় শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর