banglanewspaper

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে এক লাখ করে টাকা দেবে সোনালী ব্যাংক। বুধবার (৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। 

তিনি বলেন, ‘এবার শুধুমাত্র প্রতিকৃতি উদ্বোধন নয় মুজিববর্ষে কৃষকদের জন্যও প্রণোদনা বিতরণসহ নানা কর্মসূচি নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আমাদেরও অংশগ্রহণ আছে। আমরা আগে থেকেই সেটা করছি।’ 

জিয়াউল হাসান বলেন, ‘মুজিববর্ষে দরিদ্র কৃষকদের মাঝে ৫০ কোটি টাকার সুদমুক্ত ঋণ বিতরণের ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে এক লক্ষ টাকা করে দিচ্ছি। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখা আহবান করেছি, সেখানেও আমরা পুরস্কার প্রদান করবো।

ট্যাগ: bdnewshour24 মুজিববর্ষ