banglanewspaper

যবিপ্রবি প্রতিনিধি: বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর তাৎপর্য এবং যথাযোগ্য মর্যাদায় উয্যাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে যবিপ্রবি প্রশাসন।

যবিপ্রবির ছাত্র পরামর্শ এবং নির্দেশনা দপ্তর এর প্রধান ডঃ মোঃ মীর মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচী প্রকাশ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে যবিপ্রবির উপাচার্য মহোদয়ের নেতৃত্বে যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ভাষণ প্রতিযোগিতা (বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ)। দুপুর সাড়ে ১২টায় ভাষণ প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান।

কর্মসূচির জন্য বিশেষ পরিবহন বিজ্ঞপ্তি  বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 ঐতিহাসিক