banglanewspaper

ময়মনসিংহে পরিবারের সঙ্গে অভিমান করে আট লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।সাব্বির আহমেদ রাকিন নামের বার বছর বয়সী এই শিশুকে তার বাবার কাছে টাকাসহ বুঝিয়ে দেয়া হয়।

পুলিশ সুত্রে জানা যায়, রাকিন একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। বাবার কাছে মাহফিলে যাওয়ার জন্য আবদার করলে বাবা রাজি না হওয়ায় সে রাগ করে বৃহস্পতিবার সকালে ঘরের সিন্দুক থেকে আট লাখ টাকা নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়।

সে সারা রাত সে ময়মনসিংহ রেলস্টেশনে কাটায়। তারপর অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয় হয় এবং তার হাত ধরে ত্রিশাল চলে যায়।

মুক্তাগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম ও এসআই আবুল খায়েরের নেতৃত্বে খোঁজাখুঁজির একদিন গত শুক্রবার বিকালে অক্ষত অবস্থায় রাকিনকে ময়মনসিংহের ত্রিশাল থানার একটি গ্রাম থেকে পুরো আট লাখ টাকাসহ উদ্ধার করা হয়। পরে শনিবার পরিবারের কাছে টাকাসহ শিশুকে বুঝিয়ে দেয়া হয়।

ট্যাগ: bdnewshour24 বাবা টাকা পালালো শিশু