banglanewspaper

বাংলাদেশে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।  

রোববার (৮ মার্চ) রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ২ জন ইতালি ফেরত। একজন থেকে পরিবারের অপর একজনের শরীরে এসেছে। দুই জন পুরুষ ও একজন নারী। এদের বয়স ২০ থেকে ৩৫ বছর। [ads]

 তিনি বলেন, চার জনকে টেস্ট করা হয়েছে। এর মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। 

সেব্রিনা ফ্লোরা বলেন, আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজন না হলে জনসমাগমে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দেন তিনি।

ট্যাগ: bdnewshour24 আইইডিসিআর