banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণের অভিযোগে স্টান্ড রিলিজ হওয়া জেলা জজ আ:মান্নান পিরোজপুর থেকে চলে যাওয়ায় আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

আজ রোববার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে একটি আনন্দ মিছিল জেলা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে জেলা আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এসএম বেলায়ত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল হক খান পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস সহ আইনজীবীরা।

এ সময় বক্তারা পিরোজপুরে আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণ , ঘূষ ও দুর্নীতির অভিযোগে স্টান্ড রিলিজ হওয়া জেলা জজ আ: মান্নানের আদেশ কার্যকর করায় আইন মন্ত্রী আনিসুল হকের প্রতি অভিননন্দন জ্ঞাপন করে এবং বিএনপির ও স্বাধীনতা বিরোধীরা এ বিষয়টি নিয়ে জজ আ: মান্নানের পক্ষে যে মিথ্যাচার করছে তার ধিক্কার জানান। 
এদিকে জেলা জজ আ: মান্নান পিরোজপুর থেকে চলে যাওয়ায় আদালত বর্জনের পূর্ব কর্মসূচি বাতিল করেন।

ট্যাগ: bdnewshour24 আইনজীবী আনন্দ মিছিল