banglanewspaper

করোনাভাইরাস আতঙ্কে নামাজ ও খুতবায় বিশেষ নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। স্থানীয় সময় সোমবার এক টুইটবার্তায় দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আবদুল্লাতিফ আল-শেখ নতুন এ নির্দেশনার কথা জানান। 

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গৃহিত কর্মসূচি জোরদার করার অংশ হিসাবে নামাজ সম্পর্কিত কয়েকটি অস্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। 

এতে বলা হয়, ‘রাজ্যের সমস্ত মসজিদে নামাজের প্রথম আযান এবং দ্বিতীয় প্রার্থনা (ইকামাহ) দশ মিনিটে শেষ করা উচিত। আর শুক্রবারের নামাজ ও খুতবার সর্বাধিক সময় ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়।’

এছাড়া, মাগরিবের নামাজের আগে যেন কোন ইফতার বা খাবারের ব্যবস্থা, ইতিকাফ (মসজিদে ভিতরে ইবাদতের জন্য নির্জনতা), খাদ্য গ্রহণ ও সেইসাথে উপাসনার জন্য জড়ো হওয়া জায়গাগুলিতে একত্রিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ১৫ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে কেউ মারা যাননি। 

আক্রান্তদের হাসপাতালে বিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনার প্রকোপ ঠেকাতে সাময়িক সময়ের জন্য হজ্ব ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।  

ট্যাগ: bdnewshour24 করোনা করোনাভাইরাস